জাতীয়তাবাদের সঙ্গে সমাজতান্ত্রিক মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণ নয়-তাহেরের জীবন ও কর্ম এমন তত্ত্বকে ভ্রান্ত প্রমাণিত করে। মুক্তিযুদ্ধের সমাপ্তির পর বেশিরভাগ সেক্টর কমান্ডারদের জীবন যেখানে এক অর্থে থেমে গিয়েছিল, সেখানে তাহের তুলে ধরেছিলেন উৎপাদনশীল সেনাবাহিনীর রূপরেখা। সেই রূপরেখা গৃহীত না হলে তাহের সেনাবাহিনী ছেড়ে ফিরে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে এবং গড়ে তুলেছিলেন বিপ্লবী গণবাহিনী। এমন সব ঘটনার মাঝেই আমরা এক অনন্য তাহেরকে খুঁজে পাই, যে তাহের ছিলেন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ভাষায়, ‘আউট অব দি বক্স থিংকার’।
সর্বশেষ খবর ও ইভেন্ট